বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

আক্রান্তের দিক থেকে চীনকে ছাড়িয়ে গেল পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

দুই মাসের লকডাউন তুলে নেওয়ার পর পাকিস্তানে উদ্বেগজনক হারে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। অর্থনৈতিক সংকটের দোহাই দিয়ে চার সপ্তাহ আগে পাকিস্তানে লকডাউন শিথিলের ঘোষণা দেয় ইমরান খানের সরকার। আর এতেই আক্রান্তের সংখ্যা করোনার উৎপত্তি স্থান চীনকে ছাড়িয়েছে দেশটি।

করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়া পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তালিকায় পাকিস্তানের বর্তমান অবস্থান ১৭ নম্বরে। সর্বশেষ তথ্যে জানানো যায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ২৪৯ জনে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সরকারকে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৮ জনের।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ৩৩ হাজার ৫৩৬ জন, পাঞ্জাবে ৩৩ হাজার ১৪৪ জন, বেলুচিস্থানে ৫ হাজার ৫৮২ জন এবং কেপিতে ১১ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যম ডনের করোনা আপডেটে জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।এই ভাইরাসের উৎপত্তি দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৮৪ হাজার ।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD