রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

আগুনের ঘটনায় ইউনাইটেডের কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

আগুনের ঘটনায় চরম অবহেলা ও গাফিলতির অভিযোগে ইউনাইটেড হাসপাতালের শীর্ষ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

হাসপাতালের শীর্ষ চার কর্মকর্তা হলেন ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ম্যানেজিং ডিরেক্টর মো. ফরিদুর রহমান খান, সিইও মোহাম্মদ ফাইজুর রহমান ও চিফ ক্লিনিক্যাল গভার্নেন্সের ডিরেক্টর ডা. আবু সাঈদ এমএম রহমান।

উল্লেখ্য, করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল ভবনের বাইরের চত্বরে তাঁবু টানিয়ে অস্থায়ী ইউনিট চালু করেছিল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ইউনিটে গত ২৭ মে রাতে অগ্নিকাণ্ড হলে পাঁচ রোগীর মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে মৃতরা হলেন-ভারনন অ্যান্থনী (৭৪), মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫)। তাদের মধ্যে তিনজনের করোনা ছিল।

এ ঘটনায় গাফিলতি ও অবহেলার অভিযোগ এনে ৩ জুন মৃত ভারনন অ্যান্থনীর জামাতা রোনাল্ড মিকি গোমেজ বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে এ ঘটনায় কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির প্রমাণ পায় পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD