আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ার অভিযোগ করে বলেছেন, নাগর্নি কারাবাখ অঞ্চলে ইয়েরেভানের সেনাবাহিনীর বিরুদ্ধে আজারবাইজানের সেনাদের লড়াইয়ে তুরস্কের সামরিক সহায়তার প্রমাণ আমাদের কাছে আছে।
২০১৬ সাল থেকে এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ এই লড়াইয়ে এখন পর্যন্ত ১৩০ জনের মতো নিহত হয়েছেন। ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছে।
নিকোল পাসিনিয়ান বলেন, আমাদের কাছে প্রমাণ আছে, আজারবাইজানকে তুরস্ক সামরিক সহায়তা দিচ্ছে।
ফরাসি দৈনিক লা ফিগারোকে তিনি আরও জানান, নাগর্নি কারাবাখে বেসামরিক অঞ্চলে বোমা বিস্ফোরণে তারা ড্রোন ও তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছেন।
এর আগে আর্মেনিয়ার অভিযোগ ছিল, মিত্র আজারবাইজানকে সহায়তা করতে তুরস্ক ভাড়াটে খুনি পাঠাচ্ছে। আর সোমবার ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়া থেকে ৩০০ জিহাদিকে এ যুদ্ধে পাঠিয়েছে আঙ্কারা।
তবে আর্মেনীয় প্রধানমন্ত্রীর নতুন বক্তব্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রনের বক্তব্যেরই প্রতিধ্বনি। যুদ্ধাঞ্চলে জিহাদি মোতায়েনের অভিযোগ তুলে তুরস্ককে হুশিয়ারি করে তিনি বলেন, তুরস্ক সীমালঙ্ঘন করেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ম্যাক্রন বলেন, সিরিয়ায় জিহাদি গোষ্ঠীগুলো থেকে ৩০০ যোদ্ধা তুরস্ক হয়ে আজারবাইজানের পথে রয়েছে।
সীমা লঙ্ঘন করার অভিযোগ তুলে এই ঘটনায় তিনি ব্যাখ্যা দাবি করেছেন। নাগর্নি কারাবাখ নিয়ে লড়াইয়ে দীর্ঘদিনের মিত্র বাকুকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক।
এদিকে আজারবাইজানের সঙ্গে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে আর্মেনিয়া। এদিকে নাগর্নি কারাবাখ অঞ্চলে দুই দেশের মধ্যে যুদ্ধ ষষ্ঠদিনে পা রেখেছে। লড়াই আরও তীব্র রূপ নিয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরেভেন বলেন, সংঘাতের মধ্যস্থতা করতে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে আর্মেনিয়া প্রস্তুত। অঞ্চলটিতে একটি অস্ত্রবিরতিতে পুর্নপ্রতিষ্ঠায় আমরা সম্মত।
অঞ্চলটি নিয়ে দুই প্রতিবেশী কয়েক দশক ধরে তীব্র সংঘাতে লিপ্ত রয়েছে। তবে রোববার শুরু হওয়া যুদ্ধ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক।
এদিকে বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারবাখকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়া আর্মেনিয়া ও আজারবাইজানকে অবিলম্বে যুদ্ধবিরতি করে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা বলেছেন, আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সামরিক বাহিনীর মধ্যে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
এতে আরও বলা হয়, সেইসঙ্গে আর্মেনিয়া এবং আজারবাইজানের নেতাদেরকেও অবিলম্বে আস্থার সঙ্গে এবং কোনও পূর্বশর্ত ছাড়াই ওএসসিই মিনস্ক গ্রুপের আওতায় কার্যকর আলোচনা শুরুর প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারাবাখ সংকট নিয়ে দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র।
এই সংঘাতে মধ্যস্থতাকারী অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন’ (ওএসসিই) মিনস্ক গ্রুপ লড়াই বন্ধে কিভাবে সহায়তা করতে পারে; তা নিয়ে পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আলাপ করেছেন।
রাশিয়া লড়াই বন্ধের চেষ্টায় আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদেরকেও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।
নাগোরনো-কারাবাখ আজারবাইজারের ভিতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনও কারও স্বীকৃতি পায়নি।
অঞ্চলটিকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাত ভূখণ্ডটির বাইরের কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ায় সাবেক এ দুই সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘমেয়াদে ও বড় পরিসরে যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লাইটনিউজ