বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

আজ ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

 

প্রতি বছরের মতো এবারও থাকছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। তবে করোনার কারণে পৃথিবী আজ বিপন্ন-বিষণ্ণ। সব জাতি গোষ্ঠিকে নতুন করে ভাবতে হচ্ছে জীবনের সমীকরণ। এ যাবৎকালের ভয়াবহতম মহামারিতে তছনছ হয়ে গেছে সবকিছু। চারদিকে শুধু করোনার অভিঘাত। যার প্রভাব কৃষকের উপর! তাই ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’!

‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’ প্রসঙ্গে এর নির্মাতা শাইখ সিরাজ বললেন, ‘এই পৃথিবীর সবদেশের বাস্তবতা যা-ইহোক। বাংলাদেশের বাস্তবতা একটু ভিন্ন। কারণ, যুগ যুগ ধরে যাবতীয় প্রতিকুলতার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকাই বাঙালি জীবনের সবচেয়ে বড় সত্য। কৃষি ও গ্রামপ্রধান বাংলা যুগ যুগ ধরে প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট বহু বিপর্যয় ও মহামারি পার করেছে। বাংলাদেশের কৃষকের কাছে প্রতিকূলতাই স্বাভাবিক। মাটির বুক থেকে ফসল ফলিয়ে আনা চাট্টিখানি কথা নয়। শ্রমে ঘামে কৃষক এক অনন্য মানুষ। ঈদে পার্বণে উৎসবে কৃষকই যুগিয়ে দেয় মূল উপকরণ মুখের খাবার। কিন্তু আমরা কি ভেবেছি কৃষকের ঈদের আনন্দ কতটুকু কতটুকু তার মলিন বেদনার দিন!’

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD