স্টাফ রিপোর্টার : ট্রেনে যাত্রী পরিবহনে আজ থেকে থাকছে না বিধি নিষেধ, বসতে পারবেন পাশাপাশি সিটে। আজ থেকে শতভাগ আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
স্বাভাবিক নিয়মে আজ থেকে ট্রেনের প্রতিটি আসনে টিকিট কিনতে সকাল থেকে স্টেশনগুলোতে ভিড় করেন যাত্রীরা। সকাল থেকেই রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন রেলওয়ে স্টেশনে শতভাগ টিকিট বিক্রি শুরু হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানান, ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে রেলওয়ের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। বাকি ৫০ শতাংশ টিকিট সরাসরি কাউন্টার থেকে কিনতে পারবেন যাত্রীরা।
এদিকে, শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মাঝে।
কেউ কেউ বলছেন বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগেই, প্রতি সিটে যাত্রী নেয়ার বিষয়টি উদ্বেগের। অন্যদিকে আগের দামে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় স্বস্তি ফিরেছে অনেকের মাঝে।
লাইটনিউজ