দীর্ঘ দেড় মাস ‘লকডাউনে’র মধ্যে ছিলেন। শুধু একটি ছোট মেয়ের বাসায় গিয়েছিলেন। পথে গাড়ি থামিয়ে একটি দোকান থেকে ফল কিনেছিলেন। তারপরই যা হবার হয়ে যায়। এ ঘটনার পর তার করোনার সংক্রমণ ধরা পড়ে এবং আক্রান্তের পাঁচ দিন তিনি মারা যান। ওই দিন তার সঙ্গে থাকা মেয়েও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আইসিইউতে রয়েছেন।
এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই দাবি করেছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া আলোচিত ব্যক্তি তার চাচী হন বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অবশ্যই করোনাভাইরাস ভয়ংকর রোগ। এটি কারো জন্য অবশ্যই আশীর্বাদ নয়। যারা অন্য কথা বলেন, তারা রূপকথার গল্পের মতো আমাদের সবকিছু থেকে ভুলিয়ে রাখতে চান।’
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। আজ শনিবারের তথ্যানুযায়ী দেশে প্রায় ২১ হাজার লোক আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মারা গেছে তিন শতাধিক লোক। সেইসঙ্গে সুস্থ হয়েছে চার হাজারের বেশি।
লাইট নিউজ