চলমান যুদ্ধাবস্থায় ইউক্রেনে না যেতে মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।
শুক্রবার (১১ মার্চ) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান।
তিনি বলেন, মার্কিন নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে ইউক্রেনে যেতে ইচ্ছুক তাদেরকে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। কেউ যদি এই নির্দেশ উপেক্ষা করে যাওয়ার উদ্যোগ নেন, সেক্ষেত্রে তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে এবং যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বিদেশি অনেক স্বেচ্ছাসেবীরা ইউক্রেনে গেছেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫২টি দেশ থেকে ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী ইউক্রেনে এসেছেন। তাদের মধ্যে প্রায় দেড়শ মার্কিনী স্বেচ্ছাসেবী ইউক্রেনের হয়ে যুদ্ধ করছেন বলে জানা গেছে।
তবে যেসব মার্কিন নাগরিক ইউক্রেনে গেছেন, তাদের দেশে ফিরে আসা অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নেড প্রাইস।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র: রয়টার্স