আন্তর্জাতিক ডেস্ক : সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ইউক্রেনে ২৫ জন নিহত হয়েছেন। নিহতরা দেশটির একটি বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট বলে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের চুগিয়েভ শহরের কাছে অবতরণের সময় অ্যান্টোনোভ এএন-২৬ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। সিএনএন জানায়, বিধ্বস্ত হয়ওয়া বিমানটিতে খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল।
ইউক্রেইনিয়ান স্টেট ইমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ বিমানে ২৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন আহত হয়েছেন।
বিবিসি জানায়, চুগিয়েভে অবস্থিত একটি সামরিক বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত নামতে নামতে হঠাৎ প্লেনটিতে আগুন ধরে যায় এবং পরে এটি বিধ্বস্ত হয়।
ব্যুরো অব এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভের জানাচ্ছে, ২০১৭ সালের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০টি অ্যান্টোনোভ এএন-২৬ প্লেন দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সিরিয়ার হেমিমিন বিমান ঘাঁটিতে অবতরণের সময় ঘটে যাওয়া এই মডেলের বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয় ৩৯ জন।