শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

ইতালিতে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭১ হাজার ৩৩৮ করোনা রোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

ইতালিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭১ হাজার ৩৩৮ জন।

বৃহস্পতিবার (১১ জুন) ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির হালনাগাদ পরিসংখ্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৯ জন। এ সময়ে করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন ৩৭৯ জন আর মৃত্যু হয়েছে ৫৩ জনের। ইতালিতে করোনা শনাক্তের পর ২ মার্চের পর এটাই সর্বনিম্ন মৃত্যু।

ইতালিতে এখন পর্যন্ত করোনা প্রাণ হারিয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১৪২।

সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্যমতে, দেশটির সিসিলি, আম্বরিয়া, ভ্যালে ডি আওস্তা এবং মোলিস এলাকায় নতুন করে আক্রান্ত নেই।

ইতালিতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে করোনার প্রকোপ শুরু হয়ে হু হু করে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে কফিনের নগরীতে পরিণত হয়েছিল ইতালি। দীর্ঘ দুই মাস পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জীবনযাত্রা। ধাপে ধাপে শিথিল করা হয়েছে লকডাউন। চালু হয়েছে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, সমুদ্র সৈকত। খুলে দেওয়া হয়েছে ইতালির সকল সীমান্ত।

খুলেছে বিমানবন্দর। চালু হয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফ্লাইট। জানা গেছে, আগামী ১৬ জুন থেকে ইতালির রাজধানী রোম-ঢাকা রুটে কাতার এয়ারওয়েজে ফ্লাইট চালু হতে পারে৷ এতে করে ইতালিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে পারবেন। সেই সাথে লকডাউনের কারণে দেশে আটকে পড়া ইতালি প্রবাসীরাও ফিরে যেতে পারবেন।

করোনা আতঙ্ক কেটে গিয়ে এখন স্বাচ্ছন্দ্য ইতালির নাগরিকরা। তারা আশা করছেন, খুব শিগগিরই করোনামুক্ত হবে ইতালি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD