শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি, কাঁদছেন-উদযাপন করছেন লেবাননের মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দীর্ঘ ১৪ মাস যুদ্ধের পর দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকার মানুষ যুদ্ধবিরতি উদযাপন করছেন। সঙ্গে অনেকে কাঁদছেনও।

আলজাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বৈরুত থেকে বলেছেন, “আমরা জানি হিজবুল্লাহ বড় ক্ষয়ক্ষতির শিকার এবং বেশ কয়েকটি বড় ধাক্কা খেয়েছে। কিন্তু আমরা বৈরুতের মানুষকে যেভাবে উদযাপন করতে দেখেছি। তাতে আমরা বলতে পারব না এটি তাদের জন্য একটি পূর্ণ জয় ছিল না।”

তিনি আরও বলেছেন, “আমরা কয়েক হাজার ছোট অস্ত্রের গুলির শব্দ শুনেছি। তবে সেগুলো যুদ্ধক্ষেত্রে নয়, উদযাপনের জন্য ছোড়া হয়েছে। মানুষ পতাকা উড়াচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তারা মিস্টি-কেক বিতরণ করছেন। তবে মানুষ আবার কাঁদছেনও। তারা কাঁদছেন কারণ এই সহিংসতা বন্ধ হয়েছে। তবে সামনের পথটি খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।”

আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন, হামলা চালিয়ে বৈরুতের অনেক বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব হামলা ছিল নির্বিচার। বৈরুতের এমন কোনো অলি-গলি নেই যেখানকার কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। সব জায়গাই কমবেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

এদিকে এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হিজবুল্লাহ। তাদের মতে, তাদের যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলার কারণে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD