রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ইসলামকে ভুলভাবে তুলে ধরছে আইএস: হিজবুল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাচ্ছে আইএস জঙ্গিগোষ্ঠী। তাদের এ অপতৎপরতায় ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে বলে মনে করেন লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ। তাসনিম নিউজ এজেন্সির খবর।

শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেন, দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস) জঙ্গিগোষ্ঠী মহান জীবন ব্যবস্থা ইসলাম এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল ছবি চিত্রিত করছে। তাদের অবশ্যই পরাজিত হতে হবে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, সব মুসলিম আলেমদের অবশ্যই উম্মাহর ঐক্য ধরে রাখতে হবে এবং দায়েশের জঙ্গিদের মোকাবিলা করতে হবে।

এ দিন হিজবুল্লাহর মহাসচিব সব মুসলমানকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বিভিন্ন দেশের প্রচেষ্টার বিরোধিতা করার আহ্বান জানান।

ইয়েমেনে আগ্রাসনের কারণে ভাষণে সৌদি জোটের সমালোচনা করেন প্রতিরোধ সংগঠনটির মহাসচিব।

প্রায় এক দশক আগে ইরাক ও সিরিয়ায় নিজেদের তৎপরতা শুরু করে দায়েশ। প্রাথমিক পর্যায়ে তারা দেশ দুটির বিশাল অংশ দখল করে নেয়। বহু এলাকায় তাদের দমন করা হয়েছে। এরপরও এ অঞ্চলের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিক এবং সরকারি বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD