সংখ্যালঘু মুসলিম উইঘুরদের জন্য জিনজিয়াংয়ে আরও ৩৮০টি গোপন বন্দিশিবির নির্মাণ করছে চীন সরকার। সম্প্রতি অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সস্টিটিউটের প্রতিবেদনে উঠে আসে এ ভয়াবহ তথ্য। সংস্থাটি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করে।
সংস্থাটি জানায়, বিশ্ব সম্প্রদায়ের নিন্দা-সমালোচনার মধ্যেও গেলো দু’বছর যাবৎ ক্যাম্পগুলো বানাচ্ছে শি জিনপিং সরকার। এরমাঝে, জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলে ১৪টি বন্দিশিবির নির্মাণাধীন। কয়েক বছর ধরেই, মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে শতাধিক গোপন বন্দিশিবিরের তথ্য সামনে আনে আন্তর্জাতিক গণমাধ্যম। জোরপূর্বক চীনের মতাদর্শ, জিনপিং প্রশাসনের দীক্ষাগ্রহণে বাধ্য করা হচ্ছে উইঘুরদের। বর্বর নির্যাতনের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার জন্যেও করা হচ্ছে চাপ-প্রয়োগ। বরাবরই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করে আসছে চীন।
লাইটনিউজ