মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

একযোগে ইরাকের ৮০ স্থানে বিমান হামলা চালাল তুরস্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

২০১৫ থেকে চলে আসা সংঘাতের ধারাবাহিকতায় আবারো ইরাকের পিকেকে আস্তানায় হামলা চালালো তুরস্ক। এবার একটি দুটি নয় মোট ৮০টিরও বেশি কুর্দি লক্ষ্যবস্তুতে আঘাত আনে তুরস্কের জঙ্গী বিমান।

সোমবার (১৫ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অপারেশন ক্ল-ঈগল নামে ইরাকের উত্তরাঞ্চলের সন্দেহভাজন কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়।

তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গি বিমানগুলো উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়েছে, অপারেশন ‘ক্ল-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD