বলিউডের মাদককাণ্ডে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দীপিকা পাড়ুকোনকে।
সম্প্রতি শকুন বার্তা পরিচালিত একটি ছবির শুটিংয়ের জন্য স্বামী রণবীর সিংকে নিয়ে গোয়া গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এনসিবি’র তলব পাওয়ার পরই বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোয়া থেকে মুম্বাই পৌঁছেছেন এই তারকা দম্পতি।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- শনিবার (২৬ সেপ্টেম্বর) দীপিকা পাড়ুকোনকে যখন এনসিবি দফতরে জিজ্ঞাসাবাদ করা হবে সেসময় তার পাশে থাকার অনুমতি চেয়েছেন রণবীর সিং।
মাঝে মধ্যেই উদ্বেগজনিত সমস্যায় ভোগেন দীপিকা পাড়ুকোন। আর এ কারণেই স্ত্রীর পাশে থাকার অনুমতি চেয়েছেন বলিউডের এই অভিনেতা।
ইতিমধ্যে এনসিবি বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন রণবীর সিং। যেখানে উল্লেখ করা হয়েছে, দীপিকা মাঝে মাঝে দুশ্চিন্তা ও আতঙ্কের শিকার হন তাই তাকে তার সাথে থাকার অনুমতি দেওয়া উচিত।
ওই আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আইন মেনে চলা একজন নাগরিক হিসেবে রণবীর বুঝতে পারছেন যে, দীপিকার প্রশ্নোত্তর পর্বে তিনি উপস্থিত থাকতে পারবেন না, তবুও তিনি এনসিবি দফতরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
বলিউডের মাদককাণ্ডে এনসিবি দীপিকা পাড়ুকোনের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংকে।
আজ (২৫ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদ করা হবে রাকুল প্রীতি সিংকে। ইতিমধ্যে এনসিবি দফতরে পৌঁছে গেছেন বলিউডের এই অভিনেত্রী।
লাইটনিউজ