করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আছেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেকসহ আরো অনেকে। জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, জামালপুর থেকে যে নমুনাগুলো আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়েছিলাম, গতকাল সেগুলোর ফলাফল এসেছে। নতুন করে এই জেলায় আক্রান্ত হলেন ৫৪ জন। আগে থেকে আক্রান্ত ছিল এমন তিনটি নমুনাও পাঠানো হয়েছিল, সেগুলোও আবার পজিটিভ এসেছে। অর্থাৎ মোট ৫৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে জামালপুরে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। গতকাল আক্রান্ত ৫৭ জনের মধ্যে ইসলামপুর উপজেলার ১৭ জন, বকশীগঞ্জে ১৮, সদরে ৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন।
লাইটনিউজ/এসআই