বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

এবার প্রাণ হারালেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (ডেন্টিস্ট্রি) ডা. নজরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ রোববার সন্ধ্যায় ঢাকায় আইসিডিডিআর’বি-তে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, ডা. নজরুল ইসলাম ঢাকা ডেন্টাল কলেজের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন।

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা.মো. আবুল কাশেম এবং মহাসচিব অধ্যাপক ডা.হুমায়ুন কবীর বুলবুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD