মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

এবার লেবাননে হিজবুল্লাহর অস্ত্র গুদামে বিস্ফোরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে এই বিস্ফোরণ ঘটে। হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিস্ফোরণের জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হচ্ছে। তবে সেটি কোন ধরণের ত্রুটি সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

তারা দাবি করেছে, বিস্ফোরণের পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেলেও এতে কেউ হতাহত হয়নি।

গত মাসে রাজধানী বৈরুতে বন্দরের একটি ওয়্যার হাউজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ২০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। শহরের বেশিরভাগ বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরে মজুত করা তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ধ্বংসযজ্ঞ ঘটায়।

এই ভয়াবহতার চিহ্ন মুছে যাওয়ার আগেই মঙ্গলবার হিজবুল্লাহর অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায় ওই বিস্ফোরণের শব্দ। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, অস্ত্র মজুদ রাখা একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বাড়িটি হিজবুল্লাহ সমর্থিত একটি প্রতিষ্ঠানের।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর প্রহরীরা ওই এলাকা ঘিরে রেখেছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD