শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২০

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুরু হলো ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০। এবারে আসরের পৃষ্ঠপোষক ওয়ালটন। রবিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) (নির্বাহী পরিচালক, স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) ওয়ালটন গ্রুপ।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, টুর্নামেন্ট কমিটির সদস্য শহিদুল আজম, আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম, জিয়া উদ্দিন সাইমুম, পরাগ আরমান, স্বপন বসু, রিমন মাহফুজ, মাহাবুবুর রহমান, আবু আলী, রহমান আজিজ, মাইদুল আলম বাবু ও আরাফাত যোবায়ের।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে একুশে টিভি টাইব্রেকারে ২-০ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন একুশে টিভির আল-আমিন আজাদ। দ্বিতীয় ম্যাচে এটিএন নিউজ ২-১ গোলে আমার সংবাদকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আরিফ হোসেন। তৃতীয় ম্যাচে দৈনিক জবাবদিহি ৪-০ গোলে সংবাদ প্রতিদিনকে পরাজিত করে। বিজয়ী দলের অতিথি খেলোয়াড় নূরুল আলম শাহীন ম্যাচ সেরা হয়েছেন। চতুর্থ খেলায় সময়ের আলো ট্রাইবেকারে ২-০ গোলে ভোরের ডাককে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হীরা তালুকদার। পঞ্চম ম্যাচে মানবজমিন ট্রাইবেকারে বাংলাদেশ পোষ্টকে ২-০ গোলে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের কাজী সোহাগ। প্রতিপক্ষ মাঠে না আসায় আমাদের সময়, যুগান্তর ও দৈনিক সংবাদ ওয়াক ওভার লাভ করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটন স্মার্ট ফ্রিজের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

১৬ মার্চ, ২০২০ (সোমবারের) খেলা:

সকাল ০৮:৩০টা, ৭১ টিভি বনাম সমকাল

সকাল ৯:০০টা, ইত্তেফাক বনাম যমুনা টিভি

সকাল ০৯:৩০টা, অবজারভার বনাম নিউ নেশন

সকাল ১০:০০টা, রেডিও টুডে বনাম করতোয়া

সকাল ১০:৩০টা, বাংলাভিশন বনাম ঢাকা টাইমস

বেলা ১১:০০টা, জিটিভি বনাম ইউএনবি

বেলা ১১:৩০টা, নিউ এইজ বনাম বাসস

দুপুর ১২:০০টা, খোলা কাগজ বনাম এশিয়ান টিভি

লাইটনিউজ/এসআই

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD