মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

কঙ্গোয় স্বর্ণখনি ধসে ৫০ শ্রমিকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয়, একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ শ্রমিক। এখনো চলছে উদ্ধারকাজ।

স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা নাগাদ, কামিতুগা এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামে। তাতে, খনির প্রবেশমুখ পুরোপুরি আটকে যায়। উদ্ধারকাজে এগিয়ে আসে স্থানীয় এনজিও। তাদের বক্তব্য, নিহতদের বেশিরভাগই তরুন। ঝুঁকিপূর্ণ পরিবেশ জেনেও অর্থের জন্য অবৈধ কাজটি করে দরিদ্র শ্রেণী।

এদিকে যে কানাডিয়ান প্রতিষ্ঠান ‘বানরো করপোরেশনের’ জন্য খনিটি খোড়া হচ্ছিলো; দুর্ঘটনার পর মালিকানার বিষয়টি সাফ অস্বীকার করেছে তারা।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD