সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুরে কবিরাজ দিয়ে অসুস্থ এক গৃহবধূকে রাতভর ঝাড়-ফুঁক দেওয়ার পর তার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে। মৃত রেজিয়া পারভিন (২৬) এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ২ শিশু সন্তানের জননী রেজিনা পারভিন বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতাসহ নানা রোগে আক্রান্ত ছিল। স্বামী ও পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে দীর্ঘ দিন ধরে কবিরাজি চিকিৎসা করিয়ে আসছিল। তার শরীরে ভূত ভর করেছে এমন অন্ধ বিশ্বাসে তার পরিবার যথাযথ চিকিৎসকের কাছে চিকিৎসা করাননি।
বুধবার সন্ধ্যায় পাশের চৌবাড়িয়া গ্রামের কামাল কবিরাজকে ডেকে এনে রেজিয়ার দেহের কথিত ভূত ছাড়াতে রাতভর ঝাড়-ফুঁক সহ নানা রকম অপচিকিৎসা দেয়। এরপর বৃহস্পতিবার সকালে ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তদন্ত কেএম রাকিবুল হুদা জানান, মৃত্যু ঘটনা রহস্যজনক। মৃত্যুর কারণ জানতে তার লাশ সিরাজগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাইট নিউজ