বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

চরিত্র বদলাচ্ছে করোনা, চর্মরোগীদের সাবধান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

করোনার নয়া উপসর্গ ঘিরে উদ্বেগ বাড়ছে। জ্বর, কাশি, গলা ব্যথা কিংবা শ্বাসকষ্ট না থাকলেও করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে আক্রান্তের ত্বক-জনিত সমস্যা দেখা দিচ্ছে। প্রথমে গা বা পায়ের আঙুলে ফুসকুড়ি বা ঘা হচ্ছে। পরে টেস্ট করাতে গিয়ে করোনা ধরা পড়ছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার বেশ কিছু নতুন উপসর্গের একটি নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকায় অন্যান্য উপসর্গের সাথে যোগ হয়েছে ত্বক-জনিত সমস্যা।

ক্রমেই চরিত্র বদলাচ্ছে করোনাভাইরাস। মূলত জ্বর বা শ্বাসকষ্ট অথবা গলাব্যথা জনিত সমস্যা থাকলেই এতদিন করোনার উপসর্গ রয়েছে বলা ধরা হচ্ছিল।

এই উপসর্গগুলো শরীরে দেখা দিলেই চিকিৎসকরা করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছিলেন। তবে বর্তমানে এমন বেশ কিছু কেস সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে জ্বর-কাশি বা শ্বাসকষ্টের উপসর্গ না থাকলেও করোনা থাবা বসাচ্ছে মানবদেহে।

এক্ষেত্রে পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা হতে পারে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় র‍্যাশ বেরোতে দেখা যাচ্ছে। পরে তাঁদেরই করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসছে।

সেই কারণেই এবার জ্বর, কাশি, গলা ব্যথা কিংবা শ্বাসকষ্টের উপসর্গ না থাকলেও হঠাৎ করে শরীরের কোনও অংশে র‍্যাশ বেরোতে দেখলেই আগেভাগে সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

গায়ে বা পায়ের আঙুলে হঠাৎ করে ফুসকুড়ি বা ঘা হলেই তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে সাধারণ মানুষকে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD