মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

করোনার মাঝেও শুটিং শুরু করলেন মিমি, আসছে চমক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

একে অভিনেত্রী, তার উপর তিনি নির্বাচিত সাংসদ। তাই যে কোনো পরিস্থিতিতে তার দায় তৈরি হয় দুই দিক থেকে। আর নিজের সেইসব দায় দায়িত্বের প্রতি ভিষণ সচেতন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী।

করোনার লকডাউনের দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরলেন এ অভিনেত্রী। সেটাও আবার সিনেমার নয়, রবীন্দ্রসংগীতের জন্য।

লকডাউনের পর ইতিমধ্যে টলি পাড়ায় শ্যুটিং শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ১০ জুন থেকেই বাংলা ধারাবাহিক, সিনেমার শুটিং শুরুর অনুমতি মিলেছে। তবে অবশ্যই তা সতর্কতা মেনে। সেই মতোই শুটিং শুরু করলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় ‘শীঘ্রই আসছি’ বলে একটি টিজার পোস্ট করেছেন মিমি। টিজারে রাখা ‘গীতবিতান’ ও মিমির গলায় ‘আমার পরান যাহা চায়’-এর লাইনগুলো শুনেই বোঝা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের উপরই এই মিউজিক অ্যালবামটি বানাচ্ছেন মিমি।

জানা গেছে, রাজারহাট সংলগ্ন এলাকাতেই এই অ্যালবামটির জন্য শুটিং করেছেন মিমি চক্রবর্তী। তবে সতর্কতা মেনে অল্পসংখ্যক লোক নিয়েই হয়েছে শুটিং। আগামী সপ্তাহেই মুক্তি পেতে পারে মিমি চক্রবর্তীর এই মিউজিক অ্যালবামটি।

এর আগে নিজের ইউটিউব চ্যানেলে তিনটি হিন্দি গানের সিঙ্গলস বের করেছেন মিমি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD