লাইট নিউজ প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী কমিশনার বলেন, ওই ভূমি কর্মকর্তা সদর উপজেলার ভূমি অফিসের কানুনগো হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ মার্চ অফিস ছুটি ঘোষণা হলে তিনি ঢাকার বাড়িতে চলে যান। সেখানে তিনি ঠান্ডা, জ্বর, সর্দিতে আক্রান্ত হন। কিন্তু কাউকে না জানিয়ে নিজ বাড়িতে স্বেচ্ছায় আইসোলেশনে থাকেন।
এ অবস্থায় গত গত সোমবার তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানালে তারা ওই কর্মকর্তার নমুনা সংগ্রহ করে। আজ বুধবার দুপুরে প্রাপ্ত রিপোর্টে করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
লাইট নিউজ/আহোশা