করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান (৫৫) মারা গেছেন।
রোববার রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন আহসান উল্লাহ।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন। স্ত্রী রিনা আহসান করোনা পজিটিভ হয়ে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ভর্তি আছেন।
লাইটনিউজ/এসআই