করোনা আক্রান্ত হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার সন্ধায় তিনি নিজের ফেসবুক পেজে এক পোস্টে দেশবাসীর কাছে এ দোয়া চান। পোস্টে নানক লেখেন, ”প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, বৈশ্বিক মহামারী করোনা (COVID-19) এর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য কাজ করে গিয়েছি।
বর্তমানে আমি করোনা পজেটিভ হওয়ার কারণে হোম কোয়ারেন্টাইনে আছি। আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আমি দ্রুত আরোগ্য লাভ করে আপনাদের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”