মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

করোনা কেড়ে নিল আরও ২ পুলিশের প্রাণ, মৃত বেড়ে ২৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

চলমান করোনাযুদ্ধে প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য। এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২৬ পুলিশ সদস্যের। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই দুজন।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, মৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই এসএম মুকুল (৫৫) ও কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন।

এসআই মুকুল সোমবার ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD