ট্রেনে কর্মরত অবস্থায় করোনা রোগীর থুথু থেকে নারী টিকেট অফিসার আক্রান্ত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ৪৭ বছরের বেলি মুজিঙ্গা কাজ করতেন দক্ষিণ-পশ্চিম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে। তিনি স্টেশনের টিকিট কাউন্টারে কাজ করতেন।
বেলির স্বামীর অভিযোগ, ‘ওই ব্যক্তি বেলির কাছে জানতে চান, তিনি কেন এখানে এসেছেন। এরপরই তার দিকে কাশি দেয়।’
ওই ঘটনার কয়েক দিন পর বেলির শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়ে। হাসপাতালে বেশ কিছুদিন মুমূর্ষু অবস্থায় থেকে অবশেষে তিনি মারা যান। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনার পর রেলকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার কর্মীরা।
কর্মীদের অভিযোগ, সুরক্ষা পোশাক না থাকলেও জোর করে কাজে পাঠানো হচ্ছে।
সেন্ট্রাল লন্ডন রেলের শীর্ষস্থানীয় কর্মকর্তা ম্যানুয়েল কর্টেস বলছেন, ‘আমরা বেলির মৃত্যুতে হতবাক ও বিধ্বস্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন অনেক ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে একজন হলেন বেলি।’
তার দাবি, ‘আমাদের কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা সবার আগে। তবে সবার সংযত আচরণ করা উচিত। গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
লাইট নিউজ