শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন

করোনা রোগী শনাক্ত হওয়ায় রাজধানীতে বস্তি লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

রাজধানীর শের-ই-বাংলা নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় বুধবার একটি বস্তি লকডাউন করে দেয়া হয়েছে।
শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, মোতাহারের বস্তিতে থাকা যে ব্যক্তির আজ করোনা শনাক্ত হয়েছে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী।
বস্তিটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার রয়েছে। তাদের বিকাল ৫টার দিকে লকডাউন করে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন ওসি।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
সেই সাথে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD