‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ টু ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অনন্যা পাণ্ডে। এরপর দ্বিতীয় ছবি ‘পতি পত্নি অউর ওহ’তে কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে অনন্যাকে।
মাঝে গুঞ্জন শোনা গিয়েছিলো, কার্তিকের সঙ্গে ডেটিং করছেন অনন্যা। তবে বিষয়টিকে নাকোচ করেছেন তারা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন অনন্যা পাণ্ডে। যেখানে বলিউডের এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় কার্তিক নাকি টাইগার কার সঙ্গে ডেটিংয়ে যেতে চান তিনি।
জবাবে অনন্যা টাইগারকে বেছে নিয়ে বলেন, “আমি টাইগারকে বেছে নিলাম। তার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা হয় না। তাকে সত্যি খুব মিস করি। তার সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে। তাই আমার মনে হয় আমি তার সঙ্গেই যাবো।”
অনন্যার হাতে এখন রয়েছে ‘কালি পিলি’ ছবির কাজ। এতে তার বিপরীতে দেখা যাকে ঈশান খাত্তারকে।
লাইট নিউজ/আই