রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

কুকুরের তাড়া খেয়ে কুয়ার নিচে ছয়দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

 

কুয়াটি খুব গভীর না হলেও সেখানেই ছয়দিনের জন্য আটকে ছিলেন এক ব্রিটিশ নাগরিক। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির এক গ্রামে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ২৯ বছর বয়সী জ্যাকব রবার্টস যে কুয়ায় পড়েছিলেন সেটিতে খুব একটা পানি ছিল না। ৪ মিটারের ছিলো কুয়াটি। কিন্তু নিজের পা ভেঙে যাওয়ায় সেখান থেকে নড়তে পারছিলেন না তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়ার নিচে অল্প পরিমাণে পানি ছিল। সে পানির জন্যই এতদিন বেঁচে থাকতে পেরেছেন তিনি। অবশেষে শনিবার, পতনের ষষ্ঠ দিন স্থানীয় এক গ্রামবাসী কুয়ার কাছাকাছি এক জায়গায় গরু চরাতে গিয়ে তার চিৎকার শুনতে পায়। ওই ব্যক্তি পরে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দিলে রবার্টসকে উদ্ধার করা হয়।

দক্ষিণ কুতা পুলিশ প্রধান ইউসাক অগাস্তিনাস সুয়াই বলেন, রবার্টসকে দেখতে শুকনো লাগছিল। তিনি আহত ছিলেন। স্থানীয় তল্লাশি ও উদ্ধার বিষয়ক সংস্থা বাসারনাস বালির প্রধান গেদে দারমাদা বলেন, রবার্টসকে একটি স্ট্রেচারে করে কুয়া থেকে বের করে আনা হয়। তাকে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD