মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

কুড়িগ্রামে কমতে শুরু করেছে বন্যার পানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামে ধরলা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত ১২ সেন্টিমিটার পানি কমে এখন বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষ এখনো পানি বন্দি রয়েছে। জেলায় পঞ্চম দফার এ বন্যায় ধরলা এবং দুধকুমার নদী এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শতাধিক চরাঞ্চলের প্রায় ৫ হাজার হেক্টর বিভিন্ন সবজির আবাদসহ উঠতি আমন ডুবে গেছে।এতে আমনের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

অপরদিকে পানি বৃদ্ধি এবং কমার ফলে তীব্র হয়েছে নদী ভাঙ্গন। জেলায় প্রায় অর্ধশত পয়েন্টে নদী ভাঙ্গনের শিকার হয়ে গৃহহীন হচ্ছে শতশত পরিবার।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD