লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ার সর্ববৃহৎ বাজার ঘাঘর বাজার। এই বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এর সাথে কোটালীপাড়ার মানুষের সংস্কৃতি মিশে আছে। কিন্তু এবছর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোটালীপাড়া উপজেলা অনেক আগেই লকডাউন করা হয়েছে।
মাঝে লকডাউন কিছুটা শিথিল হলে, দোকানদাররা ঈদ উপলক্ষ্যে বেচাকেনা শুরু করেন।কিন্তু এরই মধ্যে সারাদেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় কোটালীপাড়ায় লকডাউন আবার কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার কোটালীপাড়া থানা পুলিশ কয়েকটি গার্মেন্টস এর দোকানদারকে গ্রেপ্তার করে এবং তাদের জরিমানা করে এবং তার পর থেকে ঘাঘর বাজারে শুধু কাঁচামাল,মুদিমাল এবং কৃষিপণ্য ও ঔষধ ব্যতীত সব কিছুর দোকান বন্ধ রয়েছে।
লাইট নিউজ/ফামুরা