লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অন্যের গাছ থেকে আম পাড়ার অভিযোগে আমানুল্লাহ শেখ (১৫) নামে এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আর এক্ষেত্রে অভিযোগ নিহতের চাচাতো ভাইদের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
সূত্র জানায়, নিহত আমানুল্লাহ উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেন শেখের ছেলে। সে কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া ফাযিল মাদরাসার অষ্টম শ্রেনীর ছাত্র। সোমবার বেলা ১২টার দিকে আমানুল্লাহকে ডেকে নিয়ে মারপিট করেন চাচাতো ভাই বাবু শেখ,দেলোয়ার শেখসহ কয়েকজন। তাদের গাছ থেকে আম পাড়ার অভিযোগ এনে আমানুল্লাহকে পেটানো হয়।
প্রচন্ড মারধরে জখম আমানুল্লাহকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আমানুল্লাহর মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
লাইট নিউজ/ফামুরা