মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

কোটিপতি ওই ড্রাইভারের ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

জাল টাকা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে আদালতে তোলা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তোলা হয়। আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে আব্দুল মালেককে আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করা হবে। তার মধ্যে অবৈধ অস্ত্র আইনে করা মামলায় সাত দিন ও জাল টাকার মামলায় সাত দিন করে রিমান্ড চাওয়া হবে।

এর আগে র‌্যাব বাদী হয়ে তুরাগ থানায় গাড়িচালক আব্দুল মালেকের বিরুদ্ধে একটি মামলা করে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তুরাগ এলাকার বামনেরটেকের বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, স্বাস্থ্য অধিদফতরের মালেক ড্রাইভারের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী মালেক পেশায় একজন ড্রাইভার। মালেকের স্ত্রীর নামে দক্ষিণ কামারপাড়ায় ২টি সাততলা বিলাসবহুল ভবন আছে।

ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন আছে এবং দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম আছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল অর্থ গচ্ছিত রয়েছে।

গাড়িচালক আব্দুল মালেকের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি। তিনি ১৯৮২ সালে সর্বপ্রথম সাভার স্বাস্থ্য প্রকল্পে ড্রাইভার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি প্রেষণে স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরে কর্মরত রয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD