বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

ক্ষোভে যুক্তরাষ্ট্রে খেলার ঘোষণা ইংল্যান্ড বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০
LONDON, ENGLAND - JULY 14: Liam Plunkett of England acknowledges the fans during the Final of the ICC Cricket World Cup 2019 between New Zealand and England at Lord's Cricket Ground on July 14, 2019 in London, England. (Photo by Mike Hewitt/Getty Images)

আসন্ন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু বিশাল এই তালিকায় সুযোগ না পেয়ে দেশ ত্যাগ করে ইংল্যান্ডের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার হুমকি দিলেন বিশ্বকাপজয়ী দলের তারকা পেসার লিয়াম প্লাঙ্কেট।

বিবিসিকে ৩৫ বছর বয়সী এ পেসার বলেন, আমি এখনও খেলার জন্য প্রস্তুত ও শারীরিকভাবে ফিট আছি। যদি সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ থাকে তাহলে আমাকে কেন নেয়া হবে না! এখানে যদি আর সুযোগ না পাই তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে পারলে খুব ভালো হবে। আমি যদি সেখানকার নাগরিক হই তাহলে ওদের উন্নতিতে অবদান রাখতে পারব।

লিয়াম প্লাঙ্কেট আরও বলেন, যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে জড়িত হতে পারলে ভালোই লাগবে। আমার বাচ্চারা হয়তো আমেরিকান হবে। সে ক্ষেত্রে যদি বলতে পারি আমি ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রদুই দলের হয়েই খেলেছি, তাহলে দারুণ হবে।

মার্কিন স্ত্রীর সুবাদে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ হয়তো সহজ হবে লিয়াম প্লাঙ্কেটের জন্য। ২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে তিন বছর বাস করলে খেলার যোগ্যতা পাওয়া যায়।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD