শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

কড়া পুলিশি প্রহরায় কুমিল্লার পথে ইকবাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

কক্সবাজার প্রতিনিধি : কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ইকবালকে কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহানের নেতৃত্বে শুক্রবার ভোরে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি টিম।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের পর কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে ইকবালকে। সেখানে বিস্তারিত জানানো হবে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ আরটিভি নিউজকে জানান, আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।

গেল ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার ঘটনার খবর দেশে ছড়িয়ে পড়লে কয়েকটি জেলার উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD