শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

গাজীপুরে হামলায় আহতদের দেখতে গেলেন হাসনাত-সারজিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। খবর পেয়ে গতকাল শুক্রবার রাতেই আহত ব্যক্তিদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান তারা।

এ সময় সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের সমন্বয়ক আব্দুল্লাহ মোহিত বলেন, খবর আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তরা লুটপাট করতে যায়। তাদের থামাতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

এদিকে আজ শনিবার সকালে আহতদের হাসপাতালে দেখতে যান গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরিফিন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসায় সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে স্থানীয়দের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…।’

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD