সিরিয়ার হাসাকা এলাকায় প্রবেশের সময় গণপ্রতিরোধ ও ইট-পাথর নিক্ষেপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। সম্প্রতি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির দু’টি গ্রামে প্রবেশের চেষ্টা করে মার্কিন বাহিনী।
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী গাড়ি নিয়ে হাসাকা প্রদেশের আল-কাহিরা ও আদ-দুশাইশা গ্রামে প্রবেশের চেস্টা করে। তখন লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে।
খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনীর গতিপথ রোধ করে স্থানীয়রা সেনাদের ও মার্কিন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় সেনাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে তারা।
গ্রামবাসীদের এই তীব্র প্রতিরোধে অবস্থা বেগতিক দেখে মার্কিন সেনারা পিছু হটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে গত বছরের অক্টোবর মাস থেকে মার্কিন সরকার সেনা মোতায়েন জোরদার করেছে।