চলতি গ্রীষ্মেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন এডিনসন কাভানি। আগামী আগস্টে চ্যাম্পিয়নস লিগ শেষে চুক্তির মেয়াদ শেষ হলে কাভানির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না প্যারিসের এই জায়ান্ট ক্লাব। খবরটি নিশ্চিত করেছেন পিএসজি’র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
পিএসজি’র রেকর্ড ২০০ গোলের মালিক কাভানির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। গেল এপ্রিলে বাতিল হয়ে গেছে ফরাসি লিগ ওয়ানও। কিন্তু এখনও বাকি রয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের খেলা।
দর্শক শূন্য স্টেডিয়ামে মিনি টুর্নামেন্ট আকারে ইউরোপ সেরাদের লড়াইয়ে পর্দা নামবে আগস্টে। এজন্য ক্লাবটিতে এখনও রয়ে গেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
এর আগে জানুয়ারিতে কাভানিকে দলে টানতে চেয়েছিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিও তাকে কিনতে আগ্রহী।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ফুটবল স্থগিত হওয়ার আগেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। মহাদেশীয় এ টুর্নামেন্টের জন্য ২২ জুন অনুশীলনে ফিরবে ফরাসি চ্যাম্পিয়ন এই ক্লাবটি।