শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

গ্রেপ্তার হতে পারেন অনন্যা পান্ডে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ‘বলিউড কিং’ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এদিকে টানা দুই দিন জিজ্ঞাসাবাদের পর আগামী সোমবার (২৫ অক্টোবর) আবারো এনসিবি দপ্তরে অনন্যাকে ডাকা হয়েছে। এদিনই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন অভিনেতা- সিনেমা সমালোচক কামাল রশিদ খান।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘এনসিবি ২৫ অক্টোবর ২০২১ তারিখে অনন্যা পান্ডেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করবে।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে অনন্যার বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। এই সময় তার ফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করে। পরে তাকে এনসিবি দপ্তরে ডেকে পাঠানো হয়। শুক্রবার ফের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি কর্মকর্তারা। জানা যায়, মাদক নিয়ে অনন্যার সঙ্গে আরিয়ানের কথোপকথনের জেরে তাকে তলব করা হয়েছে। আরিয়ানকে গাঁজা সরবরাহ করতে চেয়েছিলেন এমন কথোপকথন তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া গেছে। যদিও এই অভিনেত্রী দাবি করেছেন, মজা করেই এমনটা বলেছিলেন তিনি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD