সেই ১৯৯৬ সালে দস্তক সিনেমা দিয়ে শুরু হলো সুস্মিতা সেনের যাত্রা, তারপর সেই পথচলায় ছেদ পড়ল ২০১০ সালে, দুলহা মিল গ্যায়া সিনেমার মাধ্যমে। দীর্ঘদিন পর আবার তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, আরিয়া হয়ে। হ্যাঁ, ডিজনি হটস্টারের এই ফ্যামিলি ক্রাইম ড্রামা ধাঁচের ওয়েব সিরিজের নামও আরিয়া।
দীর্ঘদিন পর সুস্মিতা সেনকে আরও একবার পর্দায় দেখতে হলে ১৯ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনই মুক্তি পাবে এই সিরিজ। এই সিরিজ দিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখবেন ৪৪ বছর বয়সী সুস্মিতা।
ডেকান ক্রনিকল–এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সাবেক বিশ্বসুন্দরী এই অভিনয়শিল্পী বলেন, ‘আরিয়া এমন একটি চরিত্র, যেটা একজন অভিনয়শিল্পীর বছরের পর বছর ধরে জমিয়ে রাখা ক্ষুধা মেটায়। এই চরিত্র যদি পরিচালক আমার কাছে নিয়ে না আসত, আমি নিজে গিয়ে পরিচালকের কাছে এই চরিত্রটি ভিক্ষা চাইতাম। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে আমি “আরিয়া”র প্রেমে পড়ে গিয়েছিলাম। আর মনে–প্রাণে আরিয়া হতে চাইছিলাম।
আমি আমার ২৪ বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্র করিনি। আমার মনে হয়েছে, এ রকম একটা চরিত্রের জন্যই ১০ বছর অপেক্ষা করেছি। সেটে গ্লিসারিন ছাড়া কেঁদেছি। আরিয়ার দুঃখ অনুভব করে আমার চোখ দিয়ে পানি পড়েছে। আরিয়া একজন মা। যেকোনো মূল্যে সে তাঁর সন্তানদের বাঁচাতে চায়। আরিয়া আর আমি কোথায় যেন মিলে গেছি।’