সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে নতুন করে ৭ রোগী শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

চট্টগ্রাম জেলায় নতুন আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ জনে।

রোববার রাত ১০টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, “চট্টগ্রাম বিভাগে রোববার ১০১টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার ৬ জন, নগরের দামপাড়ার ১ জন এবং লক্ষীপুর জেলায় ৩ জন রোগী পাওয়া গেছে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। নগরীর দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি ওমরাফেরত তার মেয়ের মাধ্যমে সংক্রমিত হন বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত তিনি করোনা পজিটিভ আছেন। পরে ৫ এপ্রিল দ্বিতীয় করোনারোগী শনাক্ত হন ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে।

৮ এপ্রিল চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন তিনজন। একদিন বিরতি দিয়ে ১০ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও দুইজন করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর ১১ এপ্রিল চট্টগ্রামে করোনারোগী শনাক্ত হন তিনজন। ১২ এপ্রিল চট্টগ্রামে সে সংখ্যা বেড়ে পাঁচজনে উন্নীত হয়। আক্রান্তদের একজন শিশু ওইদিন দিবাগত রাতে জেনারেল হাসপাতালে মারা যান। এ ছাড়া এদিন ট্রাফিক পুলিশের এক সদস্যও করোনা আক্রান্ত হন।

১৩ এপ্রিল চট্টগ্রামে শনাক্ত হওয়া দুই করোনা রোগীর একজন নারী করোনা শনাক্তের আগেই আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান। ১৪ এপ্রিল সর্বোচ্চ ১১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে চট্টগ্রামে। এর মধ্যে এক চিকিৎসক, সাতকানিয়ার পাঁচ যুবক ও নগরের সাগরিকা এলাকার এক পরিবারের চারজন করোনায় আক্রান্ত হন। এর পরের চারদিন ১৫, ১৬,১৭ ও ১৮ এপ্রিল আক্রান্তের সংখ্যা কমে হয় যথাক্রমে ৫, ১,১ ও ১ জনে।

তবে ১৯ এপ্রিল আবারও চট্টগ্রামে বাড়ে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন ৪ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এ ছাড়াও পুরোনো এক রোগীর আবারও পজিটিভ আসে। ২১ এপ্রিল নতুন একজন করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪০ জনে। ২২ এপ্রিল নতুন ৩ জন করোনা শনাক্ত হন। ২৪ এপ্রিল নগরের দামপাড়ায় আরও একজন রোগী শনাক্ত হন। গতকাল ২৫ এপ্রিল আরও দুই রোগী শনাক্ত হয়।

সর্বশেষ আজ একলাফে ৭ রোগী শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা হয় ৫৫জন। এ ছাড়া ঢাকা ও রাজবাড়ীতে করানো শনাক্ত হওয়া দুই ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ায় চট্টগ্রামে এখন করোনা রোগীর সংখ্যা ৫৮ জন।

এ নিয়ে চট্টগ্রামে এক শিশু, দুই বৃদ্ধ ও দুই নারীসহ মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া আইশোলসনে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১২ করোনাজয়ী নারী-পুরুষ। ২৮ জন আইসোলেশনে ভর্তি আছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD