চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ পানিবাহিত রোগ এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাদের জন্য একেবারে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছানের উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সমাহার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা দেন।
চিকিৎসকদের মধ্যে শিশু, মেডিসিন, গাইনি ও ডেন্টাল চিকিৎসক ছিলেন। চিকিৎসকসহ ২১ জনের একটি দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
একাধিক চিকিৎসক জানান, বন্যাদুর্গত এলাকা হিসেবে বেশিরভাগই পানিবাহিত ও চর্মরোগী বেশি আসছেন। এদের মধ্যে শিশু ও বয়স্ক লোকজনের সংখ্যাই বেশি। এছাড়া অন্য রোগে আক্রান্তদেরও চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।
সংস্থার পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আজকে আমরা এই ক্যাম্পে ৩ লাখ টাকার ওষুধ এনেছি বিনামূল্যে দেওয়ার জন্য। বন্যাদুর্গত কুমিল্লা জেলার লাকসাম, মনোহরগঞ্জ ও চাঁদপুরের শাহরাস্তিতে এখন পর্যন্ত ৯ লাখ টাকার ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে।
সংস্থার চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, বন্যাদুর্গত কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় গত মাসের ২৪ তারিখ থেকে আমরা চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছি। গত ১ সেপ্টেম্বর শাহরাস্তি উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জনকে চিকিৎসা সেবা
দেওয়া হয়েছে। বন্যাদুর্গত এলাকার অসহায় লোকদের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। এসব এলাকায় আমাদের ৪৫টি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা কার্যক্রমে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মাছুম, শিক্ষক ও স্কাউট সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।