বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

চাল চোরদের আর রক্ষা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করবে তাদের কঠিন শাস্তি পেতে হবে। চাল চোরদের ক্ষমা নেই। করেনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানান তিনি। মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

দ্রুত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, ‘এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষীত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনও ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। দল, মত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।’ যারা ত্রাণ পাওয়ার যোগ্য শুধু তাদের দিয়েই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি।

এদিকে, ত্রাণ বিতরণে বিএনপির বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের কাছে এ অভিযোগের কোনও তথ্য প্রমাণ নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD