হাই-ভোল্টেজ ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়ে টানা ২য় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। দিনের আরেক ম্যাচে ইয়ং মিন সনের ৪ গোলে সাউদাম্পটনকে ৫-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এছাড়া জয় পেয়েছে লেস্টার সিটি ও ব্রাইটন।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। তবে ৪৫ মিনিটে ক্রিসটেনসেন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোলের দেখা পায় অলরেডরা। ৫০ ও ৫৪ মিনিটে সাদিও মানের দুই গোলে ম্যাচ থেকে ছিটকে যায় ব্লুজরা। ৭৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় ল্যাম্পার্ড শিষ্যরা। তবে পেনাল্টি থেকে নেয়া জোর্গিনহো’র শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। ফলে টানা ২য় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়োর্গান ক্লপের দল, আর মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো চেলসি।
দিনের প্রথম ম্যাচে অবশ্য গোল বন্যায় সাউদাম্পটনকে উড়িয়ে দেয় টটেনহ্যাম। অবশ্য ৩২ মিনিটে ড্যানিয়েল ইঙ্গসের গোলে ম্যাচে শুরুতে এগিয়ে যায় স্বাগতিক সাউদাম্পটন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের পাসে, সনের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় স্পার্স। ৪৭ মিনিটে দলকে লিড এনে দেন ইয়ং মিন সন। এরপর ৬৪ ও ৭৩ মিনিটে সনের আরও দুই গোলে বড় জয়ের পথে হাটে টটেনহ্যাম।
সনের ৪ গোলে অ্যাসিস্ট করার পর ৮২ মিনিটে নিজেই স্কোর শিটে নাম তোলেন হ্যারি কেইন। ম্যাচের শেষ মিনিটে ইঙ্গসের পেনাল্টি গোলে ৫-২ এর হার নিয়ে মাঠ ছাড়ে সাউদাম্পটন।
লাইটনিউজ