প্রতিষ্ঠাবার্ষিকীর নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মহড়া, অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বিএনপি-জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার এসব কর্মসূচি পালন করেন।
এদিকে ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেক কাটা ও জয় বাংলা স্লোগান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যুগান্তর প্রতিনিধিরা জানান :
গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপকর্ম তুলে ধরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জুনায়েদ খান পাঠান সাব্বির। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবির হাসান রাহাত। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল। বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা ছাত্রদরের যুগ্ম আহবায়ক আল ইমরান খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পিয়াস।
পীরগঞ্জে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানের নেতৃত্বে ৪ শতাধিক মোটরসাইকেলের শোডাউন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদর থেকে ৩টি পৃথক শোডাউন করা হয়। উপজেলা জামায়াতের আমির বলেন, আমরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হতে দেব না।
মাদারীপুরে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম দুলাল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোবাহান মজুমদার, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মিলন, পৌর যুবদলের আহবায়ক বাসার মাতুব্বর, সদস্য সচিব কামরুল হাসান।
মহম্মদপুরে অবস্থান কর্মসূচি হয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তফা জামান সনেট, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজিব, উপজেলা ছাত্রদলের আহŸায়ক নুর আমীন শিকদার সজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব আলী, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম সরদার শাকিল, সদস্য সচিব মো. শহিদুজ্জামান হিমু উপস্থিত ছিলেন।
ভৈরবে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি মো. শাহীন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মজিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজুয়ান উল্লাহ, প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক হিসাম রহমান। বিশেষ বক্তা ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আবদুল্লাহ ফারুকী।
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খারুয়া ইউনিয়ন ছাত্রলীগ। শুক্রবার রাতে কোনো একসময় উপজেলার খারুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. রুমান মিয়ার নেতৃত্বে যুগ্ম-আহবায়ক নাদিমুল হাসান নাদিম, খায়রুল ইসলামসহ ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন।
কেক কাটার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন, আজকে মোদের খুশির দিন ছাত্রলীগের জন্মদিন বলে স্লোগান দেন। এমন একটি ভিডিও খারুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. রুমান মিয়ার ফেসবুক আইডিতে পোস্ট দেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওসি মো. ফরিদ আহমেদ বলেন, বিষয়টা আমার জানা নেই, খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।