বলিউডের নায়ক-নায়িকা দম্পতি সাইফ আলি খান-কারিনা কাপুরের ছেলে তৈমুর কোনো না কোনো বিষয় দিয়ে প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে। বাবা-মা তাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? কি করছেন? পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সব।
জন্ম হওয়া থেকে আজ পর্যন্ত, তৈমুর কী করছে, কোথায় যাচ্ছে, কী পরছে, কী খাচ্ছে সবই প্রকাশ হয়েছে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা বড় বড় তারকাকেও হার মানিয়েছে। এই করোনাকালে তৈমুরকে নিয়ে মুম্বইয়ের মেরিন ড্রাইভে বেরিয়ে এবার বিপাকে পড়েছেন সাইফ-কারিনা।
ছোট্ট তৈমুরকে নিয়ে বেড়াতে গিয়ে এবার পুলিশের মুখোমুখি হয়েছে এই তারকা দম্পতি। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি ভিডিও। এখানে দেখা যাচ্ছে কারিনাকে উদ্দেশ্য করে সতর্ক করছেন এক পুলিশ কর্মী। তৈমুরকে দেখে তিনি বলেন, ‘ছোট বাচ্ছাদের নিয়ে এই সময় বাইরে বের হওয়া যাবে না।’
ওই পুলিস কর্মীর সতর্কতা শুনে সাইফ-কারিনা বলে ওঠেন, ‘ছেলেকে বাইরে আনা যাবে না?’ এর বেশি আর কথা বাড়াননি তারা। পুলিশের নিষেধ শুনে সঙ্গে সঙ্গেই মেরিন ড্রাইভ থেকে বাড়ির ফিরে আসেন তারা।
এখানেই শেষ নয় বলিউডের নবাব-বেগমের ছেলেকে নিয়ে ঘুরতে বের হওয়ার ছবি প্রকাশ হতে না হতেই নেটিজেনদের তোপের মুখেও পড়েন তারা। প্রশ্ন উঠেছে মাস্ক না পরে কেন সাইফ বাইরে বেরিয়েছেন? অন্য একটি ভিডিওতে অবশ্য মাস্ক পরেই দেখা যাচ্ছে সাইফ-কারিনাকে। বোঝায় যাচ্ছে নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন তারা!