শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

জনগণ আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না : সারজিস আলম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ছাত্র-জনতা আর কোনো দিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রামে ‘ফেলানী ফর লং মার্চ’ কর্মসূচি শুরুর আগে পথসভায় এ কথা বলেন তিনি। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে
এ লং মার্চ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সারজিস আলম বলেন, ছাত্র-জনতা আর কোনো দিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। ক্ষমতাকে আঁকড়ে ধরে কেউ যদি কোনো দল, গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন, তাহলে
আপনাদের পরিণতি হবে খুনি হাসিনার মতো।

তিনি আরও বলেন, আজকের লং মার্চের উদ্দেশ্য আগামীতে পৃথিবীর কোনো সীমান্তে যাতে হত্যাকাণ্ড না হয়।

লং মার্চে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আকতার
হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা-উপজেলা শাখার সমন্বয়করা।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD