করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়াতে বরগুনায় শুরু হয়েছে পুলিশের অ্যাকশন। এ সময় রাস্তায় আড্ডারত অবস্থায় যাকে পেয়েছে তাকে পিটিয়ে বাড়ি পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বরগুনা শহরে পুলিশকে এমন অ্যাকশন নিতে দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে এমনিতেই জেলাজুড়ে প্রশাসনের কড়াকড়ি চলছে। জরুরি পণ্য বিক্রির দোকান ব্যতীত অন্য সব দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। রয়েছে সাধারণ মানুষের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা। মঙ্গলবার রাত ৮টার দিকে বরগুনার সদর রোডের সব দোকানপাট যখন বন্ধ তখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনা বাজারে হাঁটাচলা করছিলেন কিছু মানুষ। ঠিক তখনই শুরু হয় পুলিশের অ্যাকশন।
https://www.facebook.com/Lightnewsbd01/videos/246300403197527/