ডেস্ক রিপোর্ট : সোমবার থেকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে দেয়ার পরিকল্পনা করছে জাপান।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও এবং আশপাশের অঞ্চলে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
টোকিও মেট্রোপলিটন সরকার সেখানে সবশেষ তিন জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। ৭ এপ্রিলের পর অঞ্চলটিতে এই সংখ্যা সবচেয়ে কম।
গত এপ্রিল জাপানে জরুরি অবস্থা জারি করা হয়। বিশেষ প্রয়োজন ছাড়া দেশটিতে সাধারণ মানুষ এতদিন ঘর থেকে বের হতে পারেননি।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের সবশেষ হিসাব অনুযায়ী, জাপানে এখন পর্যন্ত ১৬ হাজার ৫৪৩ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। ৮১৪ জন মারা গেলেও ১৩ হাজার ৫ জন সুস্থ হয়েছেন।
সরকারের একজন মুখপাত্র জাপান টাইমসকে বলেন, কয়েক দিন ধরে সংক্রমণ বেশ কম। তাই জরুরি অবস্থা তুলে দেয়ার পরিকল্পনা চলছে।
তিনি বলেন, মিউজিয়াম, স্কুল এবং দর্শকহীন স্টেডিয়াম আবার খুলে দেয়ার এটাই হবে প্রথম ধাপ। বেসবল এবং বাস্কেটবল ম্যাচও চালুর অনুমতি দেয়া হবে। তবে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না।
এসবের পাশাপাশি রেস্টুরেন্টও সেখানে আবার খোলার অনুমতি দেয়া হবে। তবে সন্ধ্যার ভেতর সব বন্ধ করার নির্দেশ থাকবে।
লাইট নিউজ